- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৫-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫২
নওগাঁয় আব্দুল জলিলের স্মরণ সভা উপলে বর্ধিত সভা
নওগাঁ প্রতিনিধি ►
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল জলিলের স্মরণ সভা সফল করতে বর্ধিত সভা করেছে নওগাঁ জেলা আওয়ামী লীগ। শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি , নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ এর সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ এর সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সকল সদস্যসহ ১১উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল জলিলের এই স্মরণ সভায় অংশ নিতে নওগাঁয় আসার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আগামী ৩জুন নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সেই স্মরণ সভাকে জনসভায় রূপ দিতে কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্মরন সভায় যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য স্থানের হেভিওয়েট নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।